ঢাকারোববার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

প্রভোস্টের নামে শিক্ষার্থীদের হল ত্যাগের বার্তা ছড়াচ্ছেন ছাত্রলীগ নেত্রী! 

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ , ১২:১৮ পিএম


loading/img
ছাত্রলীগ নেত্রী কাজী ফাইজা মেহেজাবিন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্টের অনুমতি ছাড়াই তার নাম ব্যবহার করে শিক্ষার্থীদের হল ত্যাগের বার্তা ছড়ানোর অভিযোগ উঠেছে শেখ হাসিনা হলের শাখা ছাত্রলীগ নেত্রী কাজী ফাইজা মেহেজাবিনের বিরুদ্ধে। তবে ফাইজাকে এমন কিছু করতে বলা হয়নি বলে জানিয়েছেন প্রভোস্ট।   

বিজ্ঞাপন

বুধবার  (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় শেখ হাসিনা হলের শাখা ছাত্রলীগ নেত্রী কাজী ফাইজা মেহেজাবিন হলের মেসেঞ্জার গ্রুপে একটি মেসেজ দিয়ে জানান, ‘যেহেতু সরকারের সিদ্ধান্ত তাই প্রভোস্ট ম্যাম সকলকে হল ত্যাগ করতে বলেছেন। তবে এ বিষয়ে কাউকে জোর করবে না। থাকতে চাইলে আপনারা থাকতে পারবেন। কিন্তু যেহেতু সরকারি সিদ্ধান্তে হল বন্ধ তাই হলে কোনো প্রকার ঝামেলা হলে অবস্থানরত শিক্ষার্থীদের দায়িত্ব হল প্রশাসন নেবে না। তাই হলে থাকতে নিজ দায়িত্বে নিজের নিরাপত্তা নিশ্চিত করে থাকতে পারবেন।’ 

হল ছাত্রলীগ নেত্রীর এরূপ মেসেজে ক্ষুব্ধ হন হলের আবাসিক শিক্ষার্থীরা। এছাড়া কোনো অবস্থাতেই হল ত্যাগ না করার কথাও বলেন হলে অবস্থানরত এই আবাসিক শিক্ষার্থীরা। 

বিজ্ঞাপন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ১৫তম আবর্তনের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ও শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থী আমেনা ইকরা বলেন, সারাদেশে আমরা ছাত্রলীগকে বয়কট করছি এবং কাজী ফাইজা মেহেজাবিন এই হলের শাখা ছাত্রলীগের সভাপতি এটা জানার পরও হল প্রভোস্ট কীভাবে তাকে আমাদের প্রতিনিধি মেনে নিয়ে এরকম একটি বার্তা পাঠালেন সে বিষয়ে আমরা তার কাছ থেকে স্পষ্ট জবাব চাই।’

এ বিষয়ে জানতে চাইলে হল প্রভোস্ট ড. মেহের নিগার বলেন, ‘আমাদের অফিসিয়াল একটি ডেকোরাম আছে। হলের অফিসিয়াল কোনো নির্দেশনা দিতে হলে আমি তা আমার হলের কর্মরতদের মাধ্যমে নোটিশ যোগে শিক্ষার্থীদের জানাবো। আমি কাজী ফাইজা মেহেজাবিনকে এ বিষয়ে কোনো তথ্য হলের আবাসিক শিক্ষার্থীদের জানাতে বলিনি। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |